হাওড়া ব্রিজের কাছে আর্মেনিয়ান ঘাটে পোর্ট ট্রাস্টের গোডাউনে বিধ্বংসী আগুন। রাত ৮টা নাগাদ আগুন লাগে। দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন আগুন নেভাতে কাজ করছে। আরও ইঞ্জিন পাঠানো হয়েছে। কয়েক হাজার বর্গফুট এলাকা আগুনের গ্রাসে। আগুনের সঙ্গে বিস্ফোরণও ঘটে। গোডাউনে কেমিক্যাল থাকার ফলেই এই বিস্ফোরণ বলে জানা গেছে। তীব্র হাওয়ায় ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে আগুন। আগুনের জেরে স্ট্যান্ড রোডে ব্যাপক যানজট রয়েছে। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ঘটনাস্থলে গেছেন। ঘটনাস্থলে উপস্থিত দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, পোর্ট ট্রাস্টের গোডাউনে আগুন লেগেছে। রাসায়নিক থাকার ফলে তা বিধ্বংসী চেহারা নিয়েছে। গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ ছিল, ছিল ২০টি ডিজেলের ব্যারেল ছিল। আমরা চেষ্টা করছি আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তা দেখা হচ্ছে।
Be the first to comment