
রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরববারহ কেন্দ্রে আগুন ধরে যায়। তার জেরে কার্যত বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা। ফলে বাধ্য হয়ে সারাদিনের জন্য বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা।

সাবস্টেশনে আগুন লাগার ফলে আঁধারে ডুবেছে লন্ডনের বিরাট এলাকা। তাই বাধ্য হয়ে শুক্রবার মাঝরাত পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ রেখেছে হিথরো বিমানবন্দর। বাতিল বা গতিপথ পরিবর্তন করা হয়েছে অন্তত ১৩৫১টি বিমানের। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও।
এই সময়ই শনিবার দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপাতত সেই কর্মসূচি তে উঠছে প্রশ্ন! যদিও এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
Be the first to comment