ফের শহরে অগ্নিকাণ্ড । সাতসকালে স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুন ৷ ওই বহুতলে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷ তার একটি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা ৷ তারাই দমকলে খবরে দেন ৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন ৷ হাইড্রোলিক ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে । বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৷
বুধবার সকালে স্ট্র্যান্ড রোডের গিলান্ডার হাউজ়ের পাশের বহুতলে আগুন লাগে । কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায় । দ্রুত বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে । আগুন লাগার সময়ে ভিতরে ছিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী । তাঁদেরকে বার করে আনা সম্ভব হয়েছে । তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ।
কিছুদিন আগে স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুনে মৃত্যু হয় 9 জনের । মৃতদের মধ্যে ছিলেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের 4 কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর একজন ।
Be the first to comment