
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বাংলায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য দেশ-বিদেশের বহু শিল্পপতি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন, এবং আরও অনেকে আসছেন। ঠিক এই পরিস্থিতিতেই কলকাতা বিমানবন্দরে ঘটে গেল এক অগ্নিকাণ্ডের ঘটনা, যা মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
বিমানবন্দরের ১০ নম্বর গেটের কাছে দুপুরের দিকে একটি ফ্লেক্সে আচমকা আগুন লেগে যায়। দ্রুত লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও, সৌভাগ্যবশত, বিমানবন্দরের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে দমকল বাহিনীও ছুটে আসে, তবে তাদের পৌঁছানোর আগেই পরিস্থিতি আয়ত্তে আসে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সম্ভবত, ওয়েল্ডিংয়ের সময় ছিটকে যাওয়া ফুলকির ফলে ব্যানারে আগুন ধরে যায়। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে সম্মেলনে যোগ দিতে আসা শিল্পপতিদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।
এদিকে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এটা খুব ইউনিক যে এত দেশ অংশ নিতে এসেছে। আমি মানুষের চোখ দিয়ে সব কিছু দেখি। সম্মেলন কত বড় হবে মানুষ বলবে। সবাইকে বাংলায় স্বাগত।” এবারের সম্মেলনে মোট ৪০টি দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে ২৫ জন রাষ্ট্রদূতও রয়েছেন।
Be the first to comment