দূষণ এবং বাজি শিল্পের সঙ্গে জড়িত কয়েক লক্ষ মানুষের জীবিকা। সব দিক রক্ষা করে বাজি মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, দীপাবলীতে বাজি পোড়ানো যাবে। তবে শর্ত সাপেক্ষে।
বিচারপতি একে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ এ দিন মামলার রায়ে বলেন, রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। অর্থাৎ আটটার আগে এবং দশটার পরে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল দেশের শীর্ষ আদালত।
শুধু দীপাবলী নয় ক্রিসমাস এবং নিউ ইয়ার ইভেও বাজি পোড়ানোয় নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে আদালত। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এ দিন বলে, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সময়ে রাত্রি ১১ টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১২ টা ৩০ মিনিট পর্যন্ত (মোট ৩৫ মিনিট) বাজি পোড়ানো যাবে। অনলাইনে বাজি বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।
একটি জনস্বার্থ মামলায় দেশের শীর্ষ আদালতে আবেদন জানানো হয়, বাজি পোড়ানো নিষিদ্ধ করার জন্য। বিচারপতি একে সিক্রি এবং অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পর গত ২৮ অগস্ট এই মামলার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি একে সিক্রি ওইদিন ব্যক্তিগত কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তাই পিছিয়ে যায় রায় ঘোষণার দিন। মামলাকারীরা আবেদন জানিয়েছিলেন, সারা দেশে বাজি নিষিদ্ধ করুক আদালত। বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে আদালতে আবেদন জানানো হয়, আদালত যাতে একটা কড়া বিধি বেঁধে দেয়। একেবারে নিষিদ্ধ করলে কয়েক লক্ষ মানুষ জীবিকাহীন হয়ে পড়বে। এ দিন ডিভিশন বেঞ্চ বলে, বায়ু দূষণ, মানব শরীরে এর প্রভাব এবং বাজি শিল্পের সঙ্গে জড়িত মানুষদের কর্মসংস্থান, সবকটি দিক বিচার করেই এই রায় দেওয়া হলো।
Be the first to comment