নবান্নর অদূরে আগুন লাগায় চাঞ্চল্য, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলো দমকল

Spread the love

নবান্নের পিছন দিকে পিডব্লিউডি-র অফিসের পাশে অঙ্কারমল জেটিয়া রোডে আগুন। দ্বিতীয় হুগলী সেতু থেকে মন্দিরতলা যাওয়ার রাস্তার নিচে জড়ো করে রাখা প্রতিমা নির্মাণের কাঠামো ও খড়ে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে অফিসের সীমানা প্রাচীরে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

এই বিষয়ে দমকলের হাওড়া ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার কৃপা সিন্ধু দে জানান, নবান্নের কাছেই থাকা পিডব্লিউডি-র অফিস থেকে হাওড়া ও শিবপুর ফায়ার ব্রিগেডে ফোন যায় যে নবান্নর কাছাকাছি একটা জায়গায় আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই নবান্নর কাছে স্ট্যান্ড বাই থাকা একটি ইঞ্জিন ও হাওড়া থেকে দুটি ও শিবপুর থেকে একটি করে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছল ৷ দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ হতাহতের কোনও খবর নেই ৷

তবে নবান্ন ও পিডব্লিউডি-র কাছেই আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই ৷ দ্রুত দমকল চলে আসায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগেনি ৷

এদিকে, আজই তপসিয়া বাসস্ট্যান্ডের  কাছে মজদুর পাড়ার একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় বেশ কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন নেভাতে ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনও খবর মেলেনি।

কলকাতা শহরের অন্যতম ব্যস্ত এলাকা হল তপসিয়া মোড়। প্রতিদিনের মতোই আজও ব্যস্ত ছিল এলাকা। হঠাৎ দুপুর ১২টা নাগাদ তিলজলা থানা এলাকার মজদুর পাড়ার খাল ধারের পাশে থাকা একটি বস্তি থেকে কালো ধোঁয়া বের হতে দেখতে পান এলাকাবাসী। খুব অল্প সময়ের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তখন ওই এলাকা থেকে গলগল করে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। তৎক্ষণাত খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই এলাকায় আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে তারা। তবে আগুন নেভাতে গিয়ে প্রথমে যথেষ্ঠ বেগ পেতে হয় দমকলকে।

আগুনের খবর শুনতেই এলাকায় পৌঁছান রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক জাভেদ খান। তিনি দাবি করেন যে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য দাবি করেন মন্ত্রী। জানান যে, এই ঝুপড়ি এলাকায় একটি পাউডারের গোডাউন ছিল। সেই পাউডারের গোডাউন চলত অবৈধভাবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*