রাজভবনের কাছে বহুতলে আগুন! ঘটনাস্থলে রাজ্যপাল

Spread the love

সাতসকালে রাজভবনের কাছে এক বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। দাউদাউ করে বহুতলে আগুন দেখে খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে জোরকদমে আগুন নেভানোর কাজ।এদিকে আগুন লাগার খবর পেতেই রাজভবন থেকে বেরিয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বুধবার সকাল ১০টা নাগাদ বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছেই একটি বহুতলে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। যে বহুতলে ওই আগুন লেগেছে সেটির নাম শরাফ হাউস। তার ভিতরে রয়েছে বেশ কিছু অফিস। এর মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দফতরও। অনুমান, ওই ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লেগেছে। কারণ আগুন লাগার আগে সেখান থেকে একটি জোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তার পরেই আগুন ছড়িয়ে পড়ে শরাফ হাউসের উপরের বেশ কয়েকটি তলে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অন্তত দশটি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে। কিন্তু নীচে দাঁড়িয়ে হোস পাইপের জল উপর পর্যন্ত না পৌঁছানোয় আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে দমকলবাহিনী সূত্রে খবর। এলাকায় পৌঁছেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘‘ওই বহুতলের ভিতরে কেউ আটকে নেই। তবে একজন রক্ষীর সামান্য জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’’ একই সঙ্গে কমিশনার জানিয়েছেন, ওই আগুন যাতে আশপাশের বহুতলগুলিতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করা হচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর। রাজ্যপালকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*