রফিকুল জামাদার (রিপোর্টার) –
“কুৎসা, অপপ্রচার বিরোধীরা হাতিয়ার করছে। ওদের পায়ের তলায় জমি নেই। পাশে মানুষ নেই।” বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি আরো বলেন,
১) কুৎসা, অপপ্রচার করে ২০১৬ সালে ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাবে। যত কুৎসা অপপ্রচার করবে, মানুষ তত বলবেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছি।
২) আসলে এদের পায়ের তলায় মাটি নেই তাই অপপ্রচার করছে। আর মিথ্যে মামলায় কোর্টে যাওয়া যার জন্য ৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে। মানুষ আর এদের বিশ্বাস করে না তাই অস্তিত্বহীনতায় ভুগছে।
৩) মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন ৫৮ হাজার বুথের ভেতর সাতটা-আটটা বুথে গন্ডগোল হয়েছে। এটা কি কোনো হিসেবে আসে।
৪) পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট চায়।
৫) ওদের যদি লোক না থাকে, কর্মী যদি না থাকে, দাঁড়াবার লোক না থাকে সেখানে আমরা কি করে কর্মী দেব।
Be the first to comment