আজ সকালে লাইভ ভিডিওতে দেশবাসীকে আগামী রবিবার রাত নটায় ন মিনিট মোমবাতি প্রদীপ জ্বালতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়েই গোটা দেশজুড়ে শুরু হয়েছে কটাক্ষ, ট্রোল।
আজ তার প্রতিক্রিয়া হিসাবে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, উনি যা দেখেন বিদেশে তাই করতে চান এদেশে। ইতালি, স্পেনকে দেখে উনি এসব এদেশে করতে চান। মানুষের পাশে দাঁড়ানোর কোনো কথা বলেননি।
এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তিনি বলেন, “লোকের পকেটে পয়সা নেই, রেশন নেই, মানুষ কাল কি খাবে জানে না, আর প্রধানমন্ত্রী বলেছেন মোমবাতি জ্বালাতে।পরিকল্পনা করে করোনা পরিস্থিতিকে রাজনৈতিক ইভেন্ট বানাচ্ছেন তিনি।মোমবাতি জ্বালিয়ে কি করোনার মোকাবিলা করা যাবে? যদি যেত তাহলে একটা নয়, আমরা হাজারটা মোমবাতি জ্বালাতাম। তাই নীতিগত কারণেই আমি ৫ এপ্রিল মোমবাতি জ্বালাবো না। নরেন্দ্র মোদী আপনি আপনার রাজনৈতিক খেলা বন্ধ করুন।”
Be the first to comment