কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম

Spread the love

কলকাতা পৌরনিগম পরিচালনার নতুন বোর্ডের নোটিফিকেশন জারি করল রাজ্য প্রশাসন। কলকাতা পৌর নিগমে আগামীকাল থেকেই বসতে চলেছে প্রশাসক। মুখ্য প্রশাসক হিসাবে পদে বসছেন ফিরহাদ হাকিম।

৭ মে অর্থাৎ বৃহস্পতিবার শেষ হবে চলতি বোর্ডের মেয়াদ। ১৯৮০ সালের পৌর আইন অনুযায়ী, নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম যে-দিন বৈঠক হবে সে-দিন থেকে পাঁচ বছর মেয়াদ থাকবে কাউন্সিলরদের। ওই বৈঠক হয়েছিল ২০১৫ সালের ৮ মে । সেই মতো ৭ মে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু, বর্তমান কোরোনা পরিস্থিতি এবং তার জেরে চলতে থাকা লকডাউনের মাঝে ভোট করানো অসম্ভব। এই পরিস্থিতিতে ১৪ জন সদস্যকে নিয়ে প্রশাসনিক বোর্ড গঠন করা হল। ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ বাকি মেয়র পারিষদদের নিয়ে এই প্রশাসনিক বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন এই বোর্ড কলকাতা পৌরনিগমের দায়িত্বভার পালন করবে।

আগামীকাল থেকে এই নতুন প্রশাসনিক বোর্ড দায়িত্বভার পালন করবে । মুখ্য প্রশাসনিক পদে থাকছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়রের পদে থাকছেন অতীন ঘোষ। বাকি সদস্যরা হলেন-

দেবব্রত মজুমদার

দেবাশিস কুমার

মনজার ইকবাল

শামসুর জামান আনসারি

তারক সিং

ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়

স্বপন সমাদ্দার

আমিরউদ্দিন ববি

রতন দে

রাম পেয়ারে রাম

অভিজিৎ মুখোপাধ্যায়

বৈশ্বানর চট্টোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*