করোনায় আক্রান্ত নন, এমন মৃত্যু হলেও প্রয়োজনে সৎকার করবে পুরসভা। পরিবার বাড়ি দেহ নিতে না চাইলে সৎকারের দায়িত্ব নেবে কলকাতা পুরসভা৷ জানালের পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম৷
করোনা আতঙ্কে অনেক পরিবার হাসপাতাল থেকে মৃত দেহ নিতে চাইছে না৷ এই তথ্য সামনে আসার পরই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ মৃতদের পরিবারের অনুমতি নিয়ে এবার সৎকার করবে পুরসভাই। স্থানীয় কোনও শ্মশানেই হবে সৎকার৷ শনিবার কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বৈঠক শেষে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের কোভিড হাসপাতালগুলিতে করোনা আক্রান্ত নন এমন রোগীও ভর্তি রয়েছেন। সেক্ষেত্রে সংক্রমণে আক্রান্ত নন অথচ কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে৷ অথচ পরিবার দেহ বাড়ি নিতে চাইছে না৷ সেক্ষেত্রে এবার তার সৎকার করবে কলকাতা পুরসভার কর্মীরাই। তবে, এ বিষয়ে মৃতের পরিবারের থেকে অনুমতি চাওয়া হবে৷
পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যে এমন চারটি দেহ সৎকারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে দু’জন মারা গিয়েছেন এমআর বাঙুর হাসপাতালে। ওই হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, ‘যদি কোনও পরিবার দেহ না-নেন, তাহলে সেই বিষয়টি আমরা স্বাস্থ্য দফতরকে জানাচ্ছি।’ সূত্রের খবর, স্বাস্থ্য দফতর থেকেই পুরসভাকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হচ্ছে।
এরপরই দেহ সৎকারের দায়িত্ব নেয় কলকাতা পুরসভা।
Be the first to comment