কয়েকদিনের বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। চরম দুর্ভোগ সাধারণ মানুষের। এসবের মধ্যেই জলযন্ত্রণার কারণ নিয়ে চাপানউতোর চলছে পুরোদমে। এবার সেই তরজার মধ্যেই বাড়তি মাত্রা যোগ করলেন খোদ মন্ত্রী ফিরহাদ হাকিম। নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই নিশানা করেন তিনি। তিনি বলেন, ‘কলকাতা পুরসভার তরফ থেকে আমরা সেচ দফতরকে গত তিন বছর ধরে শহরের সংলগ্ন খালগুলির একটি তালিকা তৈরি করে সংস্কারের জন্য় পাঠিয়েছিলাম। মন্ত্রীমশাই দু একটি জায়গায় লোক পাঠিয়ে পরিদর্শন করান। কিন্তু সংস্কার করা হয়নি। ড্রেজিংয়েরও কোনও কাজ হয়নি। এবার নিকাশি ব্যবস্থা তুলনামূলকভাবে কিছুটা ভালো জায়গায় রয়েছে। তার মধ্যেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিতে জল জমেছে। ’
পাশাপাশি নাম না করে শুভেন্দুকে নিশানা করে তিনি বলেন, ‘তিন বছর ধরে বলার পরেও সেচমন্ত্রী কাজটা করলেন না। এ বছর যে সমস্যা রয়েছে তা আগামী বছর রিলিফ হয়ে যাবে বলে আশা করছি। তিন বছরের সেচমন্ত্রী কে ছিলেন খোঁজ নিন।’
ফিরহাদের নিশানায় প্রাক্তন সেচমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্ত্রী থাকাকালীন তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ। কিন্তু প্রশ্ন উঠেছে এতবছর পরেও কেন জল জমেছে। সেব্যাপারে মন্ত্রীর ব্যাখ্যা, ‘কয়েকটি জায়গায় সেচ দফতর ও কয়েকটি জায়গায় মেট্রোরেল কাজ করছে। গতিপথ বাধাপ্রাপ্ত হচ্ছে সেই কারণে জল যাচ্ছে না।’
Be the first to comment