কেন্দ্রের বাজেট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মোদীকে কটাক্ষ করে ফিরহাদের মন্তব্য, যেতে কত নিবি? যাবে তো সিওর।
ভারত পেট্রলিয়াম, এয়ার ইন্ডিয়ার পর বাজেটে চমকে দিয়ে ভারতীয় জীবনবিমা সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমনের বাজেট বক্তব্যের পর মোদী সরকাকে নিশানায় ফিরহাদ বলেন, কেন্দ্রীয় সরকারে দেশটাকে বিক্রি করে দিতে চাইছে। তাই এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তও নিয়ে নিল। এই সরকারকে আগে বিদায় করতে হবে। এরপরই তিনি বলেন যেতে কত নিবি?
এদিন বাজেট নিয়ে তৃণমূলের প্রত্যেকেই কড়া সমালোচনা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের পরই একাধিক প্রতিক্রিয়া আসতে শুরু করে। মমতা টুইট করে বলেন, দেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিতে চাইছে সরকার। যেন একটা যুগের শেষ করে দিতে চাইছে। এই বাজেট দেখে আমি হতবাক ও হতভম্ব। রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও-ব্রায়েনও টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন, দেশের অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছে দিল মোদী সরকার। কর্মসংস্থান নিয়ে কোনও কথা নেই। উল্লেখ নেই গরিবদের কথা। রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া, এখন এলআইসিকে বেচে দেওয়া হল। কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলা হয়েছে। কিন্তু কীভাবে সম্ভব? আয়করে ১০০টার মধ্যে ৭০টা ছাড় তো তুলে দেওয়া হয়েছে। মহিলা উন্নতিতে মাত্র ৬৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৫০ শতাংশ ব্যয় করা হয়েছে বিজ্ঞাপনে।
বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অমিত মিত্র বলেন, বাজেটে বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ দেখে আমরা হতাশ হয়েছি। স্বাস্থ্য, শিক্ষা, তফসিলি জাতি-উপজাতির উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়নি, উল্টে কমানো হয়েছে। ৮.৯ শতাংশ বাজেট বরাদ্দ কমানো হয়েছে। এই বাজেটের কোনও দিশা নেই। অথচ বাংলার সঙ্গে তুলনা করে দেখুন। এখানে কৃষিক্ষেত্রে বৃদ্ধি ঘটেছে ৯ গুণ। সামাজিক পরিষেবা ক্ষেত্রে বাংলায় বৃদ্ধি হয়েছে ৪.৫ গুণ। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিশা। খুব দুর্ভাগ্যের বিষয় হল, একশো দিনের কাজে বরাদ্দ কমানো হয়েছে। এটা দেখে আমরা অবাক। অথচ একশো দিনের কাছে বাংলা নম্বর ওয়ান। আমরা সব চেয়ে ভালো করেছি। শ্রমদিবস তৈরি এবং টাকা খরচে অন্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে রয়েছি। ন্যাশনাল হেল্থ মিশনেও বাজেট বরাদ্দ কমানো হয়েছে। এটা বাজেট হল? বেকারত্ব ঘোচাতে কোনও দিশা দেখানো হল না। কর্মসংস্থানের জন্য একটি শব্দও খরচ করা হল না।
Be the first to comment