ছবি- প্রশান্ত দাস
সোমবার প্রত্যাশা মতোই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিকেলে ভোটের ফলাফল ঘোষণার পরই কেএমসি-তে আসেন ফিরহাদ। তারপর অধিবেশন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। সাদা ধুতি-পাঞ্জাবি পরে শপথবাক্য পাঠ করেন নতুন মেয়র। এরপর শপথগ্রহণ অনুষ্ঠানের পর মেয়র নিজেই ডেপুটি মেয়র অতীন ঘোষ ও ১২ জন মেয়র পারিষদকে অধিবেশন কক্ষে শপথবাক্য পাঠ করান।
তারপরই নিজের কক্ষেই সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র। উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। তবে বক্তব্যের প্রথম এবং শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাকে এই দায়িত্ব দিয়েছেন। বসিয়েছেন এত গুরুত্বপূর্ণ একটা চেয়ারে। আমি এর যথাযোগ্য মর্যাদা দেবো। পাশাপাশি তিনি বলেন, এদিন শপথবাক্য পাঠ করার পরই তাঁকে ও সমস্ত এমএমআইসি-দের ফোন করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, উন্নয়নের ধারা বজায় রাখবেন তিনি। ধর্মের মধ্য দিয়ে নয়, কর্মের মধ্য দিয়েই তাঁর পরিচয় হোক; এমনটাই জানান নতুন মেয়র।
এছাড়া ববি হাকিম আরও বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো বহু মহান ব্যক্তিত্ব এই চেয়ারকে অলঙ্কৃত করেছেন। আমি যেন তার মর্যাদা পালন করতে পারি। তিনি বলেন তাঁকে মেয়র হিসাবে মনোনীত করায় মুখ্যমন্ত্রীকে বিরোধীদের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মেয়র পদে তাঁকে বসিয়ে প্রমান করেছেন যে তৃণমূল কংগ্রেস মানবিকতায় বিশ্বাস করে। পাশাপাশি ভোটে জিতে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপির নৈতিক পরাজয় হয়েছে। তাই এখানে তাদের পার্টি অফিস বন্ধ করে চলে যাওয়া উচিত।
অন্যদিকে, ববি হাকিম কলকাতার দূষণ রোধে কাজ করার পাশাপাশি শহরের জল নিকাশি ব্যবস্থারও প্রভূত উন্নয়ন করবেন বলে আশ্বাস দেন। তিন বলেন কলকাতাকে সবুজ করাই তাঁর লক্ষ। তাই বেশি করে গাছ লাগানোরও পরামর্শ দেন ফিরহাদ। আর বাড়িতে গাছ লাগালে ৯০ শতাংশ কর ছাড় দেওয়ারও ঘোষণা করেন তিনি। মানে, কারও যদি ৫ কাঠা জমি থাকে। সেখানে ৩ কাঠা জমিতে বাড়ি আর বাকি ২ কাঠা জমিতে আর্বান ফরেস্ট্রি করা হয়, তবে ওই ২ কাঠা জমির ৯০ শতাংশ কর ছাড় মিলবে। বলেন কোথাও যদি দেখেন ব্রিজ ভেঙে পড়েছে বা যাবতীয় কোনও দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তাহলে ৯৮৩০০৩৭৪৯৩ এই নম্বরে হোয়াটস অ্যাপ করে সঙ্গে সঙ্গে আমাকে জানান। অনান্য দিনের মতো এদিনও মেয়র জানান কেউ ফুল বা মিষ্টি উপহার তাকে যেন না দেন। সেই পয়সাই মেয়র বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করুন।
ফিরহাদ হাকিমের কথায় এদিন উঠে আসে শোভন চট্টোপাধ্যায় প্রসঙ্গও। তিনি বলেন এদিন তাঁর কথায় শোভন বাবু কেএমসিতে এসে তাঁকে ভোট দিয়ে গিয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ জানাই। এদিন সাংবাদিক বৈঠকে মেয়রের পাশে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী এবং মেয়েও।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ববি হাকিমের স্ত্রী জানান, তিনি অত্যন্ত খুশী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বামীর উপর যে আস্থা রেখেছেন তার সঠিক প্রয়োগ যেন তাঁর স্বামী করতে পারেন, এই আশাই রাখেন তিনি। এছাড়াও তিনি বলেন, নিজের ঘরবাড়ির মতোই নিজের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের রাজ্য আরও উন্নত হয়ে উঠবে।
এখন দেখে নিন ১২ জন এমএমআইসির নাম। যারা দায়িত্ব পেলেন-
- দেবব্রত মজুমদার
- দেবাশিস কুমার
- মণজর ইকবাল
- জনাব সামসুজ্জামান আনসারী
- তারক সিং
- ইন্দ্রানী সাহা ব্যানার্জী
- স্বপন সমাদ্দার
- আমিরুদ্দিন ববি
- রতন দে
- অভিজিৎ মুখার্জী
- বৈশ্বানর চট্টোপাধ্যায় (নতুন)
- রাম পেয়ারি রাম
দেখুন ছবি-
Be the first to comment