সব জল্পনার অবসান। ৮২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচনে লড়বেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবারই, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফা জমা দেন ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রণব বিশ্বাস। সংশোধিত পুর আইন অনুযায়ী, কাউন্সিলর নন এমন কেউ মেয়র নির্বাচিত হলে, তাঁকে ৬ মাসের মধ্যে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম মেয়র হিসাবে ঘোষণার পর থেকেই কোন ওয়ার্ড থেকে তিনি লড়বেন তা নিয়ে শুরু জল্পনা হয়েছিল। উঠে এসেছিল ৮২ নম্বর ওয়ার্ডের নাম। পদত্যাগের পরে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রণব বিশ্বাস জানান, বার্ধক্যজনিত কারণে তাঁর পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। ইস্তফার জন্য দলের তরফ থেকে কোনও চাপ ছিল না বলেও, এদিন জানান প্রণব বিশ্বাস। ৮২ নম্বর ওয়ার্ড বর্তমান মেয়রের বাড়ির কাছেই। এই ওয়ার্ড থেকে তাঁর জয়ী হয়ে আসা এখন শুধু সময়ের অপেক্ষা।
Be the first to comment