পুরোহিতদের জন্য চালু হলো ভাতা, ব্রাহ্মণদের হাতে চেক তুলে দিলেন ফিরহাদ হাকিম

Spread the love

ইমাম ভাতার মতো রাজ্যে এবার পুরোহিতদের জন্য ভাতা চালু হলো। সোমবার কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিম পুরসভার অন্তর্গত শ্মশানঘাটগুলির অগ্রদানী ব্রাহ্মণদের হাতে ভাতা বাবদ চেক তুলে দিলেন। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে আগে ভাতা শুধুমাত্র দেওয়া হত গোরস্থানের মৌলবিদের। এবার থেকে একই ভাবে শ্মাশানের অগ্রদানী ব্রহ্মণদেরও ভাতা দেওয়া হবে।

সূত্রের খবর, দিন প্রতি ৩৯৮ টাকা করে ভাতা পাবেন শ্মশানে সমস্ত পুরোহিতরা। প্রথম পর্যায় মোট ২৭ জন পুরোহিতের প্রত্যেকের হাতে ৯,৫০০ টাকার চেক তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও বিভিন্ন সূত্রের খবর, ইমামদের ভাতা দেওয়া হয় ওয়াকফ বোর্ডের তরফে। ওয়াকফ বোর্ডের মতো মন্দির গুলি নিয়ে কোন সংগঠন বা বোর্ড নেই এই রাজ্যে। যদিও সেই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহনের এক্তিয়ার রাজ্যের নেই তাই শুধুমাত্র শ্মশানের দুঃস্থ পুরোহিতদের হাতেই ভাতার টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

এদিন মেয়র বিরোধীদের সংখ্যালঘু তোষণ অভিযোগ প্রসঙ্গে বলেন, রাজ্যের মন্দির, মসজিদ সংস্কারের মাধ্যমে রাজ্যের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চায় সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*