বাংলার দুর্গাপুজো মোদী-শাহ বন্ধ করে দিতে চাইলেও আমরা তা কিছুতেই হতে দেবো নাঃ ফিরহাদ হাকিম

Spread the love

আয়কর দফতর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়্যারের সামনে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস। আর এদিন বঙ্গজননী ব্রিগেডের ধরনা মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে একহাত নেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, বাংলার দুর্গাপুজো বন্ধ করে দিতে চাইছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা ৷ কিন্তু সেটা করতে দেবো না। বাংলার কৃষ্টি-সংস্কৃতি আমরা রক্ষা করবোই।

সম্প্রতি পুজো কমিটিগুলির কর্তাদের তলব করেছিল আয়কর দফতর। এর বিরুদ্ধে মঙ্গলবার পথে নেমে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূলের বঙ্গজননী ব্রিগেড‌। দুর্গাপুজো কমিটিগুলির উপরে আয়কর দপ্তরের হানা দেওয়া চলবে না, এই দাবি নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। এদিন উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, স্মিতা বক্সী সহ অনান্য নেত্রীরা।

বঙ্গজননী ব্রিগেডের সঙ্গে প্রতিবাদে সামিল হয় শহরের বেশ কয়েকটি পুজো কমিটিও। হিন্দুস্তান ক্লাব, ৯৫ পল্লি, হেদুয়া পার্ক দুর্গোৎসব কমিটিসহ অন্যরা ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয় ৷ আজ প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন বঙ্গজননী ব্রিগেডের সদস্যারা। বঙ্গজননীর সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেন, বাংলার দুর্গাপুজো বন্ধ করার চক্রান্ত করা হচ্ছে। যা কিছুতেই মানব না আমরা। কাকলি ঘোষ দস্তিদারের সুরেই ফিরহাদ হাকিম বলেন, বাংলার দুর্গাপুজোর দখল না নিতে পেরে আয়কর দপ্তরকে দিয়ে পুজো বন্ধ করার চেষ্টা করছে বিজেপি, এরা মানুষবিদ্রোহী দল, না হিন্দুর, না মুসলমানের। কিন্তু যার পুজো সেই করিয়ে নেয় ৷

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলার দুর্গাপুজো শ্রী রামচন্দ্রের অকালবোধন। আমাদের কৃষ্টি- সংস্কৃতি। আর সেটাকেই বন্ধ করতে চাইছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*