এক-দুদিনের মধ্যে বউবাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করবে রাজ্যঃ ফিরহাদ হাকিম

Spread the love

বউবাজারের মেট্রো বিপর্যয় নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। কিন্তু পরিস্থিতি এখনও যে নিয়ন্ত্রণে আসেনি তা আজ জানিয়ে দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। বরং আরও বেশি এলাকার মাটি বসে যাচ্ছে। এর ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এক-দুদিনের মধ্যে বউবাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে বউবাজার মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর গঠিত কোর কমিটির বৈঠকে বসে। KMRCL-এর কর্তারা সেখানেই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কথা জানিয়ে দেন। ফিরহাদ হাকিম জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে, ক্ষয়ক্ষতির পরিমাণ যথাসম্ভব কম করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি এদিন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিরহাদ বলেন, KMRCL-এর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। বিশেষজ্ঞদের এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পৌরসভার কাছে দুশো গাড়ি জল চেয়েছিলো। তা দেওয়া হয়েছে। এখন ওরা বলছে জল ঢেলে ফাটল ঠেকাবে। এটা টেকনিক্যাল ব্যাপার। ওরা বুঝবে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের নথিপত্র সবকিছুই চাপা পড়ে গেছে। তাই ওদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের বই সবকিছুর নকল কপি বার করা হবে। চেক পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পৌরসভার কাউন্সিলর ‘আইডেনটিফিকেশন’ সার্টিফিকেট দেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*