বীরভূমের সাইথিয়ার বাসিন্দা অর্পিতা সুমন্ত। চলতি বছরের ২৪ আগস্ট একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ সেই সন্তান। ডাক্তার বলে দেয় শিশুটিকে হয়তো আর বাঁচানো যাবে না। এর ৪ দিনের মাথায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয় সদ্যোজাত শিশুটিকে।
দীর্ঘ ২৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলো শিশুটি। খরচ হতো প্রায় ৬ লক্ষ টাকা। তবে সেই টাকা দেওয়ার ক্ষমতা ছিলো না অর্পিতার পরিবারের। অবশেষে নিরুপায় হয়ে শিশুটিকে হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই সময় পাশে দাঁড়ালেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শিশুটির চিকিৎসার সমস্ত খরচের আশ্বাস দেন তিনি।
শিশুটি সুস্থ হয়ে ওঠার পর মঙ্গলবার কলকাতা কর্পোরেশনে মেয়রের সঙ্গে দেখা করতে আসেন ঘটক দম্পতি। ঘটনায় অত্যন্ত খুশি ফিরহাদ হাকিম। তিনি বলেন, অনেক কাজের মাঝে এটা অন্যরকম আনন্দ।
দেখুন ছবি-
Be the first to comment