মমতাকে ব্ল্যাকমেল করেছেন অনুব্রত, বিস্ফোরক ফিরহাদ হাকিম

Spread the love

ভোটের মুখে বিস্ফোরক ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ব্ল্যাকমেল করেছেন অনুব্রত মণ্ডল। তাঁর আপত্তিতেই নলহাটি বিধানসভা থেকে টিকিট পাননি মইনুদ্দিন শামস। কর্মীসভায় দাঁড়িয়ে এমনই অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। বুধবার সকাল থেকেই ফেসবুকে ভাইরাল হয়েছে ফিরহাদের এই ভিডিয়ো।

প্রসঙ্গত, প্রার্থী তালিকা থেকে তাঁর নাম বাদ যেতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নলহাটির নেতা মইনুদ্দিন সামস। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন এই নেতা। কার্যত তাঁর পক্ষ নিয়েই এবার মন্তব্য করতে শোনা গিয়েছে ফিরহাদ হাকিমকে।

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিয়োটি গত সোমবারের। কলকাতা পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কর্মিসভায় যোগ দেন তিনি। সেখানে তৃণমূল নেতা মইনুদ্দিনের ভাই নিজামুদ্দিনকে পাশে বসিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ফিরহাদ। ভিডিয়োতে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম মাইক হাতে কর্মীদের উদ্দেশে বলছেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসে ছিলাম। আমি নিজেই জানতাম না প্রার্থী তালিকায় তাঁর (মইনুদ্দিন) নাম নেই।

তালিকা বেরনোর পর যখন দেখলাম নাম নেই, তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করি এটা কী হল? দিদি বলেন, অনুব্রত আমাকে ব্ল্যাকমেল করেছে। জবরদস্তি তাঁর (মইনুদ্দিন) নাম কেটে দিয়েছে।’ পাশাপাশি ফিরহাদকে বলতে শোনা যায়, ‘আমি দিদিকে বললাম, আপনি সবার নেত্রী। আপনি না করতে পারলে কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে জানান, সবাইকেই সামলে চলতে হয়। সবার মন রাখতে হয়।’ মইনুদ্দিন সামস প্রার্থী না হওয়ায় তাঁরও আফসোস হয়েছে বলে উল্লেখ করেন ফিরহাদ। তাঁর কথায়,’একজন ভালো মানুষ, কোনও ঝামেলায় যাননি, তিনি টিকিট পেলেন না।’

blob:https://www.facebook.com/36c8a95e-be08-4de5-a527-c8d7fd0a149f

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*