পিয়ালি আচার্য,
ছবি- অনিন্দ্য পাল চৌধুরী,
মেয়র পদপ্রার্থী ফিরহাদ হাকিম বুধবার ঠিক দুপুর ২টোয় কলকাতা কর্পোরেশনে এসে নমিনেশন ফাইল করেন। ৪ জন প্রপোজার এবং ৪ জন সেকেন্ডারকে নিয়ে তিনি মিউনিসিপ্যাল সেক্রেটারি হরিহর মণ্ডলের ঘরে যান। তারপর কনফারেন্স রুমে এসে সকলের সামনে হরিহর বাবুর হাতে মনোনয়ন পত্র দাখিল করেন। এদিন ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন ভাবী ডেপুটি মেয়র অতীন ঘোষও।
এদিন নমিনেশন জমা দেওয়ার পর ফিরহাদ হাকিম বলেন, এর আগে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ১২২ জন কাউন্সিলর আমাকে দলনেতা হিসেবে নির্বাচন করেন। সেই কারনেই নমিনেশন জমা দিলাম। ৩ তারিখ নির্বাচন।
সাংবাদিকরা প্রশ্ন করেন বিজেপি থেকে মীনা দেবী পুরোহিত নমিনেশন জমা দেন। তার উত্তরে ফিরহাদ বলেন, আমি জ্যোতিষী নই। কে দেবে, কে না দেবে জানি না। দলনেত্রীর নির্দেশে আমি এখানে এবং ১২২ জন আমাকে সমর্থন করেছেন। এদিন সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ৩ তারিখ আবার এই কনফারেন্স রুমে দেখা হবে।
দেখুন ভিডিও-
দেখুন ছবি-
Be the first to comment