আজ যোগী রাজ্যে ভোট। উত্তরপ্রদেশের ৫৮টি আসনে ভোট গ্রহণ। মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার। সেই সাত দফা ভোটের আজকেই প্রথম দফা।
মোট ১১ টি জেলা- মুজফফরনগর, মেরঠ, বাগপত, গাজিয়াবাদ, শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আগ্রা এবং মথুরা-য় ভোট। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আজ গোটা দেশের নজর থাকবে উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশের রাজনৈতিক আঙিনায় আপাতত মসনদ দখলের যুদ্ধে বিজেপি, সমাজবাদী পার্টি, বিএসপি, আরএলডি, কংগ্রেস, এআইএমআইএম,ছাড়াও একাধিক স্থানীয় রাজনৈতিক শিবির। প্রথম দফার ভোটে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় নয় মন্ত্রীর ভোট-ভাগ্য নির্ধারন করবেন ভোটাররা। এই মন্ত্রীদের মধ্য়ে রয়েছেন মথুরা আসন থেকে শ্রীকান্ত শর্মা, গাজিয়াবাদ আসন থেকে অতুল গর্গ, থানা ভবন থেকে সুরেশ রানা, মুজফ্ফরনগর থেকে কপিলদেব আগরওয়াল ও আতরৌলি আসন থেকে সন্দীপ সিং।
Be the first to comment