
রোজদিন ডেস্ক, কলকাতা:-প্রথমে জামাই, এবার আত্মীয়। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে সাক্ষী দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়। কাছের লোকেরা এভাবে মুখ খোলায় আরও বিপাকে পড়তে পারেন পার্থ মনে করছে ওয়াকিবহাল মহল।
সোমবার ইডির বিশেষ আদালতে পার্থের বিরুদ্ধে সাক্ষী দেন তাঁর আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী। তিনি দাবি করেন, ‘আমি জানতামই না আমি কোনও সংস্থার ডিরেক্টর। শুধু মাঝেমধ্যে সাদা কাগজে পার্থ চট্টোপাধ্যায় আমাকে দিয়ে সই করিযে নিত।’
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হিসেবে আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন। তিনিও নিয়োগ দুর্নীতির জন্য শ্বশুরের একাধিক তথ্য ফাঁস করেছিলেন। এবার সেই তালিকায় নাম জুড়ল কৃষ্ণচন্দ্র অধিকারীর।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ একাধিক অভিযুক্ত জামিনে মুক্ত। ইড়ির মামলা থেকে জামিন পেয়েছেন পার্থও। তবে সিবিআইয়ের মামলার কারণে এখনও জেলবন্দি পার্থ। সম্প্রতি শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছেন তিনি। এরই মধ্যে জামাইযের রাজসাক্ষী হিসেবে জবানবন্দী দেওয়া এবং এক আত্মীয় আদালতে সাক্ষ্য দেওয়ায় পার্থর চাপ আরও বাড়ল বলেই মত সংশ্লিষ্ট মহলের।
Be the first to comment