রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে আগামী ১৫ই ডিসেম্বর নলবন ফুড পার্কে শুরু হতে চলেছে তিন দিন ব্যাপী মৎস্য উৎসব। এই উৎসবের প্রথম দিনই রাজ্য সরকারের উদ্যোগে চালু হবে একটি অভিনব মাছ কেনার অ্যাপ।
মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেশ ও বিদেশের কোনও প্রান্তে বসেই বাংলার মাছ বা মাছের পদ পেয়ে যাবেন সাধারণ মানুষ। ২২টি প্রজাতির মাছ এবং ৭টি প্রজাতির শুঁটকি মাছ পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ই মাছগুলি ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১ কিলোর প্যাকেটে পাওয়া যাবে।
জানা গেছে প্রাথমিক পর্যায়ে এটি বিধাননগর, লেকটাউন, কেষ্টপুর, বাগুইহাটি, ও কাঁকুড়গাছি অঞ্চলে এই পরিষেবা পাওয়া যাবে। আগামী বছরের মধ্যেই রাজ্যের অন্যান্য জায়গায়, সারা দেশে এমনকি বিদেশেও।
Be the first to comment