ফিট ইন্ডিয়া মুভমেন্টের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

জাতীয় ক্রীড়া দিবসের দিন ফিট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৬ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্সে ফিট ইন্ডিয়া মুভমেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন মোদী। গত ২৫ অগাস্ট “মন কি বাত” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছিলেন।

ফিট ইন্ডিয়া মুভমেন্ট সূচনা করে মোদী বলেন, আজকের দিনে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ধ্যানচাঁদ জন্ম নিয়েছিলেন। তাঁকে হকির জাদুকর বলা হত। তাঁর ফিটনেস, স্ট্যামিনা ও হকি স্টিকের জাদুতে মুগ্ধ হয়েছিল সারা বিশ্ব। দেশের বর্তমান ক্রীড়াবিদরাও বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেন। তাঁরা দেশের জন্য সম্মান নিয়ে আসেন।

পাশাপাশি ফিট ইন্ডিয়া মুভমেন্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মোদী বলেন, লিফ্টে চড়ে সাফল্য আসে না। সাফল্য পেতে গেলে আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। দেশের সমস্ত বয়সের মানুষকে শারীরিক ফিটনেস নিয়ে সচেতন করতেই এই মুভমেন্ট। ফিটনেস মানে কেবল ফিট থাকা নয়। সামগ্রিক ফিটনেস মানে স্বাস্থ্যবান ও মানসিকভাবে সুখী হওয়া। আমাদের সমাজে লাইফস্টাইল ডিজঅর্ডার বাড়ছে। একে নিয়ন্ত্রণে রাখুন। কেবলমাত্র ফিটনেস-সচেতন হয়েই আমরা তা নিয়ন্ত্রণে রাখতে পারি। ফিটনেস কেবল ভারতের আন্দোলন নয়, এখন বিশ্বজুড়ে এটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিন কী বললেন মোদী?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*