বিধানসভা ভোট মিটতেই গেরুয়াশিবিরে ভাঙন ধরেছে। দক্ষিণবঙ্গে মুকুল রায়ের পর যখন তৃণমূলে যোগ দিলেন আরও ২ বিধায়ক, তখন উত্তরবঙ্গে দলের বৈঠকে গরহাজির ৫ জন। কিন্তু খোদ দিলীপ ঘোষের ‘অনুমতি’ ছাড়া কেন এই বৈঠক? প্রশ্ন উঠেছে বিজেপি-র অন্দরে।
প্রসঙ্গত, বিজেপির শক্তঘাঁটি উত্তরবঙ্গ। বিধায়কের সংখ্যা ২৯। দলের জোনাল বৈঠকে ডাকা হয়েছিল তাঁদের। সেই বৈঠকে গরহাজির ছিলেন ৫ জন। কারা? কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও, বালুরঘাটের অশোক লাহিড়ী, গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়, হবিবপুরের জুয়েল মুর্মু ও মালদহের গোপালচন্দ্র সাহা। কেন? ব্যাখ্যা দিয়েছেন বিজেপি বিধায়কেরা। জুয়েল মুর্মু যেমন জানিয়েছেন, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিয়ে কলকাতায় এসেছেন তিনি। গোপালচন্দ্র সাহা ও সত্যেন্দ্রনাথ রায় ‘অসুস্থতা’র কারণে বৈঠকে যোগ দিতে পারেননি। তাহলে? বিধায়করা যাই বলুন না কেন, এই ঘটনাকে কেন্দ্র জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
Be the first to comment