জলমগ্ন উত্তরপ্রদেশ, বিহার; মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

Spread the love

বিহার ও উত্তরপ্রদেশে একটানা ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গত কয়েকদিন ধরে অতি বৃষ্টির কবলে পড়েছে উত্তরপ্রদেশ। বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি। উত্তরপ্রদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে জানপুর, প্রয়াগরাজ ও বারাণসী। মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিকে অতি বৃষ্টির কবলে পড়েছে বিহারও। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজধানী পটনা সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়। পটনার সমস্ত স্কুল মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জল জমে যাওয়ার কারণে অনেক বাসিন্দা এখনও নিজেদের বাড়িতে আটকে রয়েছেন। চলছে উদ্ধারকাজ। বিহারের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে NDRF-এর ১৯টি দল। ভারী বৃষ্টির জেরে বিহারের ১৫টি জেলায় আবহাওয়া অফিসের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্যায় আটকে থাকা লোকজনকে উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে আবেদন করেছে বিহার সরকার।

উত্তরপ্রদেশ এবং বিহার ছাড়া উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে চলছে বৃষ্টি। গত কয়েক দিনে রাজস্থান ও মধ্যপ্রদেশে বৃষ্টিতে ছ’জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরে। রাজস্থানের উদয়পুরের থোবওয়ারাতে সরকারি স্কুলের দেওয়াল ভেঙে পড়ে তিনজন ছাত্রের মৃত্যু হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিতে জনজীবন স্তব্ধ হয়ে গেছে উত্তরের এই রাজ্যগুলিতে। বন্যা পরিস্থিতির জেরে ২৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*