রোজদিন ডেস্ক :-
বন্যার কবলে এখন নেপাল।
বিগত কয়েক দিন ধরেই লাগাতার বৃষ্টির ফলে নেপালে ধস নামে। অল্প সময়ের মধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়।
নেপালে বন্যার কারণ একাধিক জায়গায় ধস এবং তার জেরে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে ইতিমধ্যে। নেপাল সেনাবাহিনী সূত্রে খবর, এখনও পর্যন্ত কম-বেশি ৪ হাজার জন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। বন্যার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ১৫০ জনেরও বেশি। খবর অনুযায়ী, সে দেশে ১৭০ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও ৪২ জন নিখোঁজ। কমপক্ষে ৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন যাঁদের মধ্যে ১১১ জন গুরুতর আহত। বন্যার কারণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নেপাল জুড়ে।
৩২২টি বাড়ি থেকে শুরু করে ১৬টি ব্রিজ, ন্যাশেনাল হাইওয়ে সহ বহু রাস্তা ধসের কারণে ক্ষতিগ্রস্ত। মূলত পূর্ব এবং মধ্য নেপালের বিস্তীর্ণ অঞ্চল কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। দেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেপাল সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে কাজ করছে। জায়গায় জায়গায় রেস্কিউ অপারেশন চালানো হচ্ছে। ১৬২ জনকে এয়ারলিফট করেও উদ্ধার করা হয়েছে।
অনেক প্রত্যক্ষদর্শীরা বলছেন, নেপাল যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা গত ৪০-৪৫ বছরে দেখা যায়নি! পরিস্থিতি সামাল দিতে পথে নেমেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনও। বিভিন্ন এলাকায় তাঁরা খাদ্যসামগ্রী থেকে শুরু করে ওষুধপত্র বিতরণ করছে। কয়েক জায়গায় গাড়ি চলাচল স্বাভাবিকভাবে শুরু হলেও একাধিক হাইওয়ে এবং রাস্তা বন্ধ। ধসের কারণে বহু রাস্তায় বড় বড় গর্ত হয়েছে। তবে নেপাল প্রশাসনের আশ্বাস, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Be the first to comment