মাসানুর রহমান –
২০১১ সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকার পানীয় জল সরবরাহে বিশেষ গুরুত্ব দিয়েছে। পানীয় জল যাতে এই রাজ্যের সমস্ত প্রান্তে সুলভে পাওয়া যায় তার জন্য রাজ্য সরকার প্রচুর প্রকল্প শুরু করেছে।
বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, মালদা ও দক্ষিণ ২৪ পরগণার ৪৩টি ফ্লোরাইড কবলিত ব্লকে ধাপে ধাপে পানীয় জল সরবরাহের জন্য একটি বিস্তারিত অ্যাকশন প্ল্যান তৈরী করা হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ১৫৮০ কোটি টাকা।
এই সকল ব্লকে নদীর উপ-ভূপৃষ্ঠস্থ বা ফ্লোরাইড মুক্ত জলস্তর থেকে জল নিয়ে পাইপের মাধ্যমে সরবরাহ করার প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে। এছাড়া ফ্লোরাইড ট্রিটমেন্টের জন্য বিভিন্ন প্রযুক্তির সাহায্যও নেওয়া হচ্ছে।দক্ষিণ দিনাজপুরের তপন এবং গঙ্গারামপুরে দুটি বড় প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্প দুটিতে ব্যয় হচ্ছে যথাক্রমে ১৬৫.৫ কোটি ও ১৪৫.০১ কোটি টাকা। এর ফলে উপকৃত হবেন ২.৫১ লক্ষ এবং ২.৩৮ লক্ষ মানুষ।
Be the first to comment