উপায় নেই তাই ভেঙে ফেলার পথেই বিবেকানন্দ ফ্লাইওভার। এক্সপার্ট কমিটির সুপারিশের পর এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন মনে করছে, দূর্বল এই ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল সম্ভব নয়। এইভাবে ফ্লাই ফেলে রাখাও রিস্ক। সেইজন্য ফ্লাইওভার ভেঙে ফেলার দরকার। নবান্ন সূত্রের খবর, আগামী সপ্তাহেই মুখ্যসচিবের কমিটি ওই ফ্লাইওভার নিয়ে বৈঠক করে মুখ্যমন্ত্রীরর কাছে প্রস্তাব পাঠাবে। মুখ্যমন্ত্রী অনুমতি দিলেই বিবেকানন্দ ফ্লাইওভার ভাঙবার কাজ শুরু হবে বলে খবর।
Be the first to comment