রাজধানী দিল্লী এবং উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে পর পর তিন দিন সারাদেশে ট্রেন ও ফ্লাইট পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি ট্রেন স্থগিত করা হয়েছে, ৫৯টি দেরিতে চলছে। এছাড়াও ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ৮টি ফ্লাইট দেরিতে চলার ফলে পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকার গতকাল জানিয়েছিল যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং গত কয়েকদিনের মধ্যে ভারী কুয়াশার কারণে বিমান চলাচল ব্যহত হওয়ায় সিস্টেমের কিছু উন্নতি করার চেষ্টা করছে। গতকাল ৪০টি ডোমেস্টিক ও ২৬টি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।
এছাড়াও উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে হাওড়া এবং শিয়ালদাগামী ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।
হাওড়াগামী অমৃতসর মেল এবং জোধপুর এক্সপ্রেস ১৮ ঘণ্টা দেরিতে চলছে। কালকা মেল ১৪ ঘণ্টা দেরিতে চলছে । রাজধানী এক্সপ্রেস এবং হরিদ্বার এক্সপ্রেস ১১ ঘণ্টা দেরিতে চলছে। হিমগিরি এক্সপ্রেস সাড়ে ৯ ঘণ্টা, বিভূতি এক্সপ্রেস ৮ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৭ ঘণ্টা, মুম্বই মেল ভায়া এলাহাবাদ ৪ ঘণ্টা এবং দুন এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে চলছে। শিয়ালদাগামী ট্রেনের মধ্যে রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা, জম্মু-তাওয়াই এক্সপ্রেস ৯ ঘণ্টা এবং আজমেঢ় এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়া থেকে বাতিল করা হয়েছে তুফান এবং মিথিলা এক্সপ্রেস। বেশ কয়েকটি আপ ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
তথ্য সূত্র থেকে প্রাপ্ত
ফাইল ছবি
Be the first to comment