মাসানুর রহমান,
আগামী শুক্রবার ২০০ কিলোমিটার গতিতে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় “ফণী”।পুরী থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ফণী’। শুক্রবার দুপুরের দিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে এমনটাই জানা গেছে। তার জেরে ওইদিন থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কালকের মধ্যে পর্যটকদের পুরী ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল-কলেজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা-মন্দারমণি-বকখালিতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা। পুরী-ব্রহ্মপুরে সতর্কতা।
‘ফণী’ এ রাজ্যে ঢোকার পর ঝড়ের গতিবেগ হতে পারে প্রায় ১০০ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গ, পাঁচটি রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা বলে জানানো হয়েছে। অন্ধ্রের কাঁকিনাড়া বন্দর ও বিশাখাপত্তনম থেকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা।এই তীব্র ঘূর্ণিঝড়ের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পুরী ও ব্রহ্মপুরের মতো শহরগুলিতে আলাদা করে নজর রাখা হচ্ছে।
Be the first to comment