আয়লার স্মৃতি উস্কে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। তার প্রভাব পড়বে এরাজ্যেও। বৃহস্পতিবার থেকেই রাজ্যের উপকূল এলাকায় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা ফণীর। তার আগে উপকূল এলাকায় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ওড়িশায় আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় উপকূল ধরে বাংলার দিকে এগোবে। তার জেরে পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। রাজ্যের আট জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার রাজ্যে বৃষ্টি বাড়বে বলেও সতর্কতা জারি করা হয়েছে। তবে এরাজ্যে সরাসরি ফণী ধাক্কা না মারলেও তার প্রভাবে বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে। তাই শনিবার পর্যন্ত এরাজ্যে সতর্কতা জারি রাখলো আবহাওয়া দফতর।
Be the first to comment