ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে বিধ্বস্ত গোটা মেদিনীপুর ৷ তছনছ হয়ে গিয়েছে ওডিশার একাধিক জেলা ৷ সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি হচ্ছে ওড়িশা লাগোয়া গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাঁকরাইলে। বেশ কয়েক জায়গায় গাছ পড়ে ভেঙে গিয়েছে বাড়িঘর। তবে জানা গিয়েছে, ৩২ জনের দল নিয়ে ওড়িশা লাগোয়া গোপীবল্লভপুর, নয়াগ্রাম,সাঁকরাইলে নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল। এবার শক্তি কমিয়ে রাজ্যের পথে ফণী ৷ বিপজ্জনক হয়েই পশ্চিমবাংলার দিকে দ্রুত গতিতে এগোচ্ছে ফণী ৷ শুক্রবার বিকেল ৫টার পর রাজ্যে ঢুকবে ফণী ৷
জানা গিয়েছে, গভীর রাতে ঝড়ের তীব্রতা আরও বাড়বে ৷ ৯০-১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ সেই সঙ্গে তীব্র থেকে তীব্রতর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷
Be the first to comment