পুরোনো নিয়মেই ফিরছে খাদ্য দফতর। এবার আর আটা নয় আগের মতই দেওয়া হবে গম। আজ বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উল্লেখ্য, গত বছর থেকে সারা রাজ্য জুড়েই গমের বদলে আটা দেওয়া চালু করেছিল রাজ্য খাদ্য দফতর। কিন্তু আটা নিয়ে নানান অভিযোগ জমা পড়ে দফতরে। গুনগত মান খারাপ থেকে আটা নিয়ে দুর্নীতি। এবার তা থেকে মুক্তি পেতে আবার পুরোনো নিয়মই ফেরত নিয়ে আসা হচ্ছে বলে এদিন জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে সীমান্তবর্তী এলাকায় গম ভাঙানোর সমস্যা থাকায় সেখানে গমের বদলে আটা দেওয়া চালু থাকবে বলেও জানান তিনি।
Be the first to comment