সারা বিশ্বের কবিতার সঙ্গে সার্থক ভাবে রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক ও করুণরসের মিশেল ঘটালো ফুটপ্রিন্টস

Spread the love
মানুষের আবেগ, আর অনুভূতির স্বতস্ফূর্ত প্রকাশ হলো কবিতা—এ কথা অন্য অনেক কবির মতো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও বলেছেন। কবি তিনিই যিনি বিশ্বাত্মার সঙ্গে, প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারেন। তাঁর কলম থেকেই সৃষ্টি হয় কাব্য, যা অনুভূতির সবোর্ত্তম স্ফুরণ। রবীন্দ্রনাথ  একাত্ম হতে পেরেছিলেন। তাঁর সৃষ্টিতে সর্বত্র সেই মহাবিশ্বে, মহাকাশে মহাকাল মাঝে মিলে যাওয়ার আর্তি রয়েছে। এই আর্তিতে বোধহয় শেকসপিয়ার, রবীন্দ্রনাথ, গ্যেটে, তলস্তয়রা মিলেমিশে এক হয়ে যান। রবীন্দ্রনাথ অনুপ্রাণিত করেছিলেন ডব্লিউ বি ইয়েটস-কে। একই অনুপ্রেরণা কিটস পেয়েছিলেন শেকসপিয়ার থেকে। আর গ্যেটে পেয়েছিলেন কালীদাসের শকুন্তলা কাব্য থেকে।
মানুষের কৌতূহলী মন শিল্পকলা, বিজ্ঞান বা প্রযুক্তি সব ক্ষেত্রেই চিন্তাভাবনার প্রসার ঘটিয়ে নতুন উচ্চতা ছুঁয়েছে। আর মানুষের এই জ্ঞানতৃষ্ণাই শিল্পকলার বিভিন্ন মাধ্যমের মধ্যে মিশ্রণ ও সংশ্লেষ ঘটিয়েছে। ফুটপ্রিন্টস তেমনই একটা ভাবনা, তেমনই এক মিলন, যেখানে সারা বিশ্বের কবিতার সঙ্গে সার্থক ভাবে রবীন্দ্রসঙ্গীতের তাত্ত্বিক ও করুণরসের মিশেল ঘটিয়েছে। বিশ্বের নানা কাব্য ও কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের কবিতাকে মিলিয়ে দেওয়া সম্ভব। একই সঙ্গে সেই কবিতার সঙ্গে কবিগুরুর গানের ভেলা ভাসানো সম্ভব। আর তাই করল ফুটপ্রিন্টস। মঙ্গলবার আইসিসিআর প্রেক্ষাগৃহে এক অন্য স্বাদের অনুষ্ঠানের মাধ্যমে।
শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমি, সেঞ্চুরি প্লাই, এসপিসি ক্রাফট নিবেদন করলো ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত। ‘স্পোকেন ওয়ার্ডস’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন  ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের গান গাইলেন শ্রাবণী সেন ও পিয়ানোয় মন ছোঁয়া সুর তুললেন ডঃ সৌমিত্র সেনগুপ্ত।
অগ্নিমিত্রা ও সুজয় যে কবিতাগুলি পাঠ করলেন সেগুলি বিশ্বখ্যাত কবিদের। তাঁদের মধ্যে রয়েছেন রবার্ট ফ্রস্ট, বব ডিলান, চার্সল বোদলেয়ার, গ্যাব্রিয়েলা মিসত্রাল, পাবলো নেরুদা, ডিলান টমাস, প্রমুখ। সুজয় বলেন, শিল্পমাধ্যমের মধ্যে সেতুরচনা সম্ভব। বিশ্বের কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের গানের সংশ্লেষের মাধ্যমে আমি এই সেতু নির্মাণ করতে চাই। আর অগ্নিমিত্রা বলেন, সুজয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। এক জন শিল্পী হিসেবে শিল্পভাবনার নানা ক্ষেত্রে বিচরণ করতে পারার চ্যালেঞ্জ আমার ভালো লাগে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*