প্রবল বৃষ্টিপাতের ফলে পৃথিবীর সপ্তম আশ্চর্য সৌধ তাজমহলের গায়ে ফাটল ধরল

Spread the love

রোজদিন  ডেস্ক  :-

আগ্রায় লাগাতার প্রবল বৃষ্টি। এই বৃষ্টির জেরে তাজমহলের গায়ে ফাটল ধরল। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধের দেওয়াল, মেঝে ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে ফাটল দেখা গিয়েছে। তার পাশাপাশি তাজমহলের গায়ে গাছের ডালপালাও বেড়ে উঠতে দেখা গিয়েছে। এর আগে তাজমহলের মূল গম্বুজ ফুটো হয়ে যাওয়ার কথা সামনে এসেছে। এবার জানা গেল ফাটলের কথা।
গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি দিল্লি ও আগ্রাতে হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বন্ধ রাখা হয়েছে বহু স্কুল। এই পরিস্থিতিতে তাজকে বিপন্মুক্ত রাখতে জলনিকাশি ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়েছে।

আগ্রা সার্কেলের আর্কেওলজিক্যাল বিভাগের সুপার রাজকুমার প্যাটেল জানান, কেবল তাজমহলই নয়। অন্যান্য স্মৃতিসৌধগুলোয় একই সমস্যা দেখা যায়। সর্বত্রই ধুলো জমে যায়। জলের ছোঁয়া ও পাখির উৎপাতও রয়েছে। এর থেকে বাঁচতে গাছের পাতাগুলি ৫ থেকে ৮ সেন্টিমিটার বড় হতেই সরিয়ে ফেলা হয়। গাছ আরও বড় হয়ে গেলে সেগুলির মূল মহলের আরও গভীরে প্রবেশ করবে। যা থেকে ক্ষতি হবে স্থাপত্যের। তাই গাছ বেরনোর আট-দশ দিনের মধ্যেই কেটে ফেলা হয়। সেই সঙ্গেই মূলধ্বংসী ও কীটনাশকও প্রয়োগ করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*