এবার সাংবাদিকদের জন্য এক নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সকল সাংবাদিক ৬০ বছরের বেশী বয়সের বা যারা ১৫ বছর ও তার বেশী সময় ধরে সাংবাদিকতা করছেন তাদের জন্য এক অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার।
এই প্রকল্প এ রাজ্যের সেই সকল সাংবাদিকদের জন্য যারা নিয়মিত সাংবাদিক-চিত্র-সাংবাদিক-সংবাদদাতা-চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন, এবং ৬০ বছরে অবসর নিয়েছেন কিন্তু প্রভিডেন্ট ফান্ড বা নিজস্ব কোনও পেনশন প্রকল্প ছাড়া আর কোনও রকম পেনশন পান না। এবার সেই সকল সাংবাদিকরা প্রতি মাসে ২৫০০ টাকার পেনশন পাবেন।
সাংবাদিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর এই নতুন ভাবনাকে কুর্ণিশ জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব।
Be the first to comment