অমৃতা ঘোষ:-
অকথ্য ও পাশবিক বললেও হয়তো ভুল হবে ,নোংরা অতীব নৃশংস এক অত্যাচার। যার বিরুদ্ধে আজ এক জায়গায় সোচ্চার হয়েছে গোটা রাজ্য। একি সেই হাড়হিম করা নির্ভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ড কে আবারও ডেকে আনলো??
রাহুল গান্ধী এই বিষয় টুইট করে বলেন , ‘কলকাতায় জুনিয়র ডাক্তারের সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনায় স্তম্ভিত এখন গোটা দেশ। তার সঙ্গে যেভাবে নিষ্ঠুর ও অমানবিক অত্যাচার হয়েছে তা ক্রমশ প্রকাশ পাচ্ছে। চিকিৎসক , সমাজ ও নারীদের জন্য এক নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। বিচার না পেয়ে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে । সেক্ষেত্রে হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের ওপর গুরুতর প্রশ্ন তুলেছে।’
তিনি আরো বলেন, ‘এই ঘটনাটি আমাকে ভাবিয়েছে যে মেডিকেল কলেজের মতো জায়গায় যদি কোনও ডাক্তার নিরাপদ না থাকে তবে কী করে নির্ভরশীল বাবা-মা তাদের মেয়েকে পড়াশোনা করতে পাঠাবেন? নির্ভয়া মামলার পরে তৈরি করা কঠোর আইন এর পরেও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে ব্যর্থ হচ্ছে?’
রাহুল বলেন , ‘হাতরাস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে ক্রমাগত ক্রমবর্ধমান ঘটনার বিষয়ে প্রতিটি দল, প্রতিটি শ্রেণীকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’
এই অসহনীয় দুর্ভোগে আমি নিহতের পরিবারের পাশে আছি। তারা যেন সব পরিস্থিতিতে ন্যায়বিচার পায় এবং অপরাধীরা এমন শাস্তি পায় যা সমাজে এক ঝলকের মতো উপস্থাপন করা হয়।’
Be the first to comment