নবান্নে বিনীত, কমিশনারের পদ কি যেতে পারে ? সেই নিয়ে জল্পনা…

Spread the love

 

অমৃতা ঘোষ:-

আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের পরে জুনিয়র ডাক্তারদের দীর্ঘদিনের আন্দোলনের একটাই উদ্দেশ্য নির্যাতিতা চিকিৎসকের বিচার চাই।
সেই বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে কর্ম বিরতিতে রয়েছেন। এবং গত ২২ ঘন্টা ধরে তারা অবস্থান-বিক্ষোভ করেন লালবাজার থেকে ৫০০ মি দূরে। তাদের দাবি ছিল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ।

এরপর মঙ্গলবার সন্ধ্যের সময় তাদের মধ্যে ২২ জনের প্রতিনিধিদল কে লালবাজারে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেইমতো তাদের এই ২২ জন প্রতিনিধিরা পুলিশ কমিশনার বিনীথ গোয়েলের সাথে বৈঠক করেন। তারপর পুলিশ কমিশনারের সাথে দেখা করে চিকিৎসকরা তাঁর হাতে স্মারকলিপি তথা পদত্যাগের দাবি পত্র তুলে দেন।

সুত্রের খবর অনুযায়ী, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নবান্নে যেতে দেখা যায়। তবে স্পষ্ট নয় যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছেন কিনা। জানা যাচ্ছে, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সঙ্গে তিনি দেখা করেন।

আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে আরজি করের ঘটনার তৃতীয় শুনানির দিন। বিষেশজ্ঞ দের মতে, এই বিষয়ে আলোচনা করার জন্যই হয়ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নবান্নে প্রবেশ করেছেন।
তবে তাঁর অপসারণের জট এখনো কাটছে না। পদত্যাগের দাবি চেয়ে স্মারকলিপি তাঁর হাতে তুলে তো দেওয়া হয়েছে। কিন্তু আদেও এ বিষয়ে কতদূর নবান্ন কার্যকরী হবে সেই নিয়ে জল্পনার শেষ নেই। সকলের মধ্যে কৌতূহল ক্রমশ ই বাড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*