ঝড় ও বজ্রপাতে ৫ রাজ্যে মৃত ৮০, আহত ১৩৬

Spread the love

নয়াদিল্লি: আশঙ্কা ছিলই। আর সেটাই সত্য প্রমাণিত হল। ঝড় ও বজ্রপাতে গত ২৪-ঘণ্টায় পাঁচ রাজ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩৬ জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে।

এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সবথেকে বেশি মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে প্রকৃতির রোষের বলি হয়েছেন ৫১ জন। দ্বিতীয়স্থানে পশ্চিমবঙ্গ। এরাজ্যে ১৪ জন মারা গিয়েছেন। এছাড়া, অন্ধ্রপ্রদেশে মারা গিয়েছেন ১২ জন, দিল্লিতে ২ জন এবং উত্তরাখণ্ডে একজন। আহতদের মধ্যেও, শীর্ষে উত্তরপ্রদেশ। সেখানে ১২৩ জন আহত হয়েছেন। এছাড়া, দিল্লিতে ১১ জন এবং উত্তরাখণ্ডে ২ জন আহত হয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ঝড় ও বজ্রপাতের কবলে পড়েছে উত্তরপ্রদেশের ২৪টি জেলা। এছাড়া, পশ্চিমবঙ্গের ৬টি জেলা, অন্ধ্রপ্রদেশের তিন, দিল্লির ২ এবং উত্তরাখণ্ডের একটি জেলা প্রভাবিত হয়েছে। মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গতকাল থেকে দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড় ও ধুলো-ঝড়। এর ফলে, এই রাজ্যগুলিতে ব্যাপক ক্ষতি হয়। কোথাও গাছ উপড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। তো কোথাও রেল ও বিমান পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়।

এর পাশাপাশি, বিক্ষিপ্ত ঝড় হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, মহারাষ্ট্র, কর্নাটক, কেরল এবং তামিলনাড়ুতে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। প্রসঙ্গত, ১২ দিন আগে, অর্থাৎ, ২-৩ মে উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা, উত্তরাখণ্ড এবং পঞ্জাবে ভয়াবহ ঝড় ও বজ্রপাতে মারা যান ১৩৪ জন। আহত হন চার শতাধিক মানুষ। সেখানেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় উত্তরপ্রদেশ। ৮০ জন মারা গিয়েছিলেন। এরপর ৯ মে, উত্তরপ্রদেশে ফের ঝড় ও বজ্রপাতে মারা যান ১৮ জন। আহত হন ২৭ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*