মাসানুর রহমান,
রাজ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে নতুন বনভূমি তৈরি হয়েছে। বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে ২০১৮-’১৯ আর্থিক বছরে ৫৪২২.৬২ হেক্টর নতুন বনভূমি তৈরী হয়েছে বলে জানালেন বনমন্ত্রী। বনমন্ত্রী বলেন, শাল, সেগুন, মেহগনি, আম, জাম, হরিতকি প্রভৃতি গাছ বিলির জন্যই রাজ্যে বনভূমি বেড়েছে। সবাইকেই গাছ দেওয়া হয়। এর জন্য অরণ্য সপ্তাহ পালন করা হয়। দূষণ নিয়ন্ত্রণের জন্য এই ধরনের দীর্ঘজীবী গাছ লাগানো হয়। এই অর্থবর্ষে ১ কোটি ৮ লক্ষ ২৮ হাজার গাছ বিলি করা হয়েছে।
সুন্দরবনেও জিআইএস ট্যাগিংয়ের মাধ্যমে বনসৃজন করা হচ্ছে। সেখানে ম্যানগ্রোভ লাগানো হয়। রাজ্যে অরণ্য আছে ১৩.৩৮ শতাংশ জমিতে। আর সবুজ বা গাছ-গাছালির পরিমাণ হল ১৫.৫০ শতাংশ। আরও বনসৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Be the first to comment