রোজদিন ডেস্ক :-
কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের সুরক্ষায় আগেই গ্রিভান্স সেল গড়েছেন মুখ্যমন্ত্রী। এবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি মতো রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুরক্ষায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ১১ জনের কমিটিতে রাখা হয়েছে ২ জন সিনিয়র চিকিৎসক ও ২ জন জুনিয়র চিকিৎসকে।
প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে জটিলতা কাটাতে সোমবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১২৮ মিনিটের বৈঠকে হাসপাতালের নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। সেখানেই আন্দোলনকারীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে টাক্স ফোর্স গঠন করা হবে।
বস্তুত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সোমবার সন্ধেতেই অনশন প্রত্যাহারের কথা জানান আন্দোলনকারীরা। তারপরই টাস্ক ফোর্স গঠনের জন্য এদিন দুপুরে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
Be the first to comment