
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি বৃহস্পতিবার একটি দুর্ঘটনার কবলে পড়ে। বর্ধমানে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির। বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুর বলে একটি জায়গায় সৌরভের গাড়ি রেঞ্জ রোভার দুর্ঘটনার সম্মুখীন হয়।
খবর অনুযায়ী,স্বাভাবিকভাবেই চলছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বৃষ্টি হচ্ছিল সেই সময় আর হঠাৎই একটি লরি সৌরভের কনভয়ের পাশে এসে চেপে দেওয়ার কারণে দুর্ঘটনা হয় বলে জানান সৌরভের সঙ্গে থাকা লোকজন। পরিস্থিতি সামাল দিতে সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। যার ফলে কনভয়ে থাকা সৌরভের পেছনের গাড়িগুলি একে একে ধাক্কা মারে।
সৌরভের পিছনে থাকা গাড়িটিও সৌরভের গাড়িতে ধাক্কা মারে। যদিও দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে দুর্ঘটনার কারণে সৌরভের কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। দুর্ঘটনার পর রাস্তায় সৌরভকে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হয়। পরবর্তী সময়ে সৌরভ বর্ধমান ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পান সৌরভ।
Be the first to comment