মোদির দ্বিতীয় প্রধান সচিবের দায়িত্ব পেলেন প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় প্রধান সচিবের দায়িত্ব পেলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। শনিবার এক সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে। মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে রয়েছেন প্রমোদ কুমার মিশ্র। এবার দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস।

২০১৮ সালের ডিসেম্বর থেকে ছয় বছর রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে ছিলেন শক্তিকান্ত দাস। গত বছর ডিসেম্বরে অবসর নেন তিনি। কোভিড-১৯ মহামারির সময় আরবিআই-এর গভর্নর হিসেবে তিনি ভারতের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপের নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৮০ সালের ব্যাচের আইএএস অফিসার শক্তিকান্ত দাস একসময় ছিলেন রাজস্ব সচিব, পরে হন আর্থিক বিষয় সংক্রান্ত সচিব। এছাড়াও কেন্দ্রীয় ও তামিলনাডু সরকারের অর্থ, কর, শিল্প ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। অন্যদিকে, নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মনিয়ামের কার্যকালের মেয়াদও আরও ১ বছর বাড়ানো হয়েছে, যা ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*