ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও বসছে ফর্মুলা ওয়ানের স্টিয়ারিংয়ে

Spread the love

কদিন আগেও ভাবা যায়নি। সৌদি আরবের মেয়েরা গাড়ির স্টিয়ারিংয়ে বসে। তাও আবার ফর্মুলা ওয়ানে। রবিবার আরব রমণীদের জন্য প্রকৃতই ছিল একটা অন্যরকম দিন। পুরুষদের পাশাপাশি গাড়ি চালানোর অধিকার পেয়েছেন তাঁরা। আসিল আল হামাদ তাদের জাতীয় মোটরস্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যা। ২০১২ সালে আবু ধাবির গ্রাঁ প্রি ফর্মুলা ওয়ানে যে গাড়ি চালিয়েছিলেন কিমি রাইক্কোনেন, সেই গাড়িতেই ছিলেন তিনি। রেনোঁর প্যাশন প্যারেডে অংশ নিয়েছেন তিনি। লে ক্যাসেলেতে দশকের প্রথম ফরাসি গ্রাঁ প্রিতে স্পোর্টস কার চালালেন তিনি। আসিল জানান, ছোটবেলা থেকেই তিনি রেসিং ভালবাসেন। তবে ফর্মুলা ওয়ানে গাড়ি চালানোর কথা তিনি স্বপ্নেও ভাবেননি। ফ্রান্সে দর্শকদের সামনে গাডি় চুটিয়ে গর্বিত তিনি। একইদিন সৌদি আরবের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি পেয়েছে মেয়েরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*