বারাণসীতে উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় ৪ জন আধিকারিককে সাসপেন্ড করা হলো

Spread the love

মঙ্গলবার রাতে বারাণসীতে ভেঙে পড়েছে একটি নির্মীয়মান উড়ালপুল ৷ যার মধ্যে আটকে পড়ে এখনও অবধি ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ এই ঘটনার জেরে উত্তরপ্রদেশ স্টেট ব্রিজ কর্পোরেশনের ৪ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷ উল্লেখ্য, গতকাল বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে ভেঙে পড়ে উড়ালপুলটি ৷ সেই উড়ালপুলের নীচেই চাপা পড়ে যায় একাধিক গাড়ি এবং একটি যাত্রীবাহী বাস ৷ ওই ভেঙে পড়া উড়ালপুলটির নীচে কমপক্ষে ৫০ জনের আটকে পড়েছে বলে আশঙ্কা করা হয়েছে ৷

বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ৷ ঘটনাস্থলে পৌঁছেই উত্তরপ্রদেশ স্টেট ব্রিজ কর্পোরেশনের ৪ জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি ৷ এদের মধ্যে রয়েছেন উড়ালপুলের প্রজেক্ট ম্যানেজার এইচ সি তিওয়ারি, এপিএম কে আর সুদান, অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার রাজেশ সিং এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার লাল চন্দ ৷ একইসঙ্গে সেতু সুরক্ষা সেল গঠনের নির্দেশ দিয়েছেন কেশব প্রসাদ মৌর্য ৷ অপরদিকে, কেশব প্রসাদ মৌর্য গোটা ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ একইসঙ্গে তিন জন সদস্যের একটি টেকনিকাল কমিটি গঠনের কথা বলেন তিনি এবং ১৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মৌর্য ৷ ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধারকাজ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*