একুশের বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ রয়েছে হাওড়া এবং হুগলিতে। হাওড়ার ডোমজুড় আসনে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-লতে যাওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয় কি না, সেদিকে নজর থাকবে।
যদিও বিজেপি সূত্রে খবর, রাজীব ডোমজুড়েই প্রার্থী হতে পারেন। তবে বালি আসনে তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে প্রার্থী করা নিয়ে এখনও দ্বিমত রয়েছে গেরুয়া শিবিরে। যদিও বৈশালী জানিয়েছেন, তিনি বালি থেকেই নির্বাচনে লড়তে চান।
এছাড়াও নজরে থাকবে হুগলির উত্তরপাড়া কেন্দ্র। সেখানকার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালও এখন বিজেপি-তে। চতুর্থ দফায় আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় যথক্রমে পাঁচটি এবং ন’টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে আবার নজরে থাকবে মাদারিহাট কেন্দ্র। ওই কেন্দ্রে ২০১৬ সালেই জয় পেয়েছিলেন বিজেপি-র মনোজ টিগ্গা। সেখানে তাঁকেই ফের প্রার্থী করা হবে বলে সূত্রের খবর।
Be the first to comment