আজ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট

Spread the love

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে নয়টি জেলার ৫৯ টি আসনে আজ ভোটগ্রহণ। চতুর্থ পর্বের ভোটের জন্য সোমবার প্রচার শেষ হয়েছে।

এদিন পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, হরদোই, উন্নাও, লখনউ, রায়বরেলি, বান্দা ও ফতেপুর জেলার ৫৯ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। চতুর্থ দফার ভোটে লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬২৪ জন প্রার্থী। 

২০১৭-র বিধানসভা নির্বাচনে এই ৫৯ আসনের মধ্যে ৫১ টিতেই জিতেছিল বিজেপি। এছাড়া সমাজবাদী পার্টি চার, বিএসপি ৩ , বিজেপির শরিক আপনা দল-সোনেলাল একটি আসন জিতেছিল। চতুর্থ দফার ভোটের প্রচার ছিল যথেষ্টই হাইভোল্টেজ। সমস্ত রাজনৈতিক দলগুলিই সর্বশক্তি দিয়ে প্রচার চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির প্রচারে আক্রমণের কেন্দ্র ছিল সমাজবাদী পার্টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*