ফ্রান্সে জনতার ভীড়ে গাড়ি চালিয়ে তিন চিনা ছাত্রকে আহত করলো

Spread the love

শুক্রবার ফ্রান্সের তুলোজ শহরের কাছে একটি ভীড় রাস্তায় একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি গ্রুপের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। তিনজন চাইনিজ ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই আক্রমণ সন্ত্রাসবাদের সাথে লিঙ্ক কোনো লিঙ্ক নেই।
২৮ বছর বয়েসী ড্রাইভারকে উদ্দেশ্যপূর্ণভাবে তিনজনকে আঘাত করার জন্য গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ মারফৎ ধৃত ব্যাক্তি সম্বন্ধে জানা যায়, ব্লাগ্নাক শহরে সে তার মায়ের সাথে থাকে, সে মানসিক ভারসাম্যহীন। ২০০৬ সালের ডিসেম্বর মাসে আদালতের রায়ে সে হাসপাতাল থেকে ছাড়া পায়। এর আগেও সে আরো ১০টা কেসে দোষী সাব্যাস্ত হয়েছে। এই ঘটনার সাথে কোনো সন্ত্রাসের যোগ নেই।
অন্যদিকে আহত ছাত্র-ছাত্রীদের সম্বন্ধে জানা যায়, চীনের এই ছাত্ররা আইসিডি-টুুলাউস ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের ছাত্র। ২৩ বছর বয়সী এক মহিলা গুরুতর আহত হন এবং ২২ ও ২৩ বছর বয়সী দুইজনকেও আহত করা হয়। তবে পুলিশ জানিয়েছে, মহিলাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জীবনহানির আশংকা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*